ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

খোলাবাজারেও ডলারের দর ঠিক করে দিল বাংলাদেশ ব্যাংক

২০২৪ মে ১৩ ০৫:৫৩:০৭
খোলাবাজারেও ডলারের দর ঠিক করে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলোতে ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতির করিডোর মৌখিকভাবে ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার একইভাবে খোলাবাজারে ডলার বিক্রির দরও মৌখিক আদেশে ঠিক করে দিল ।

এখন থেকে খোলাবাজারে ডলার বিক্রি করার ক্ষেত্রে ব্যাংকের ডলার বিক্রির রেটের সঙ্গে এক টাকা যোগ করতে পারবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো।

ব্যাংকগুলো জানিয়েছে, বর্তমানে তারা নগদ ডলার বিক্রি করছে গড়ে ১১৭ টাকা ৫০ পয়সা হারে। সে হিসেবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো নগদ ডলার বিক্রি করতে পারবে সর্বোচ্চ ১১৮ টাকা ৫০ পয়সা দরে।

রোববার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমানের নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খোলাবাজারে ডলার বিক্রি করা প্রতিষ্ঠানগুলোর সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নেতাদের এক বৈঠকে এই দাম ঠিক করে দেওয়া হয়।

আগের সপ্তাহের বুধবার খোলাবাজারে নগদ ডলার কেনাবেচা হয়েছিল ১১৭–১২০ টাকায়। বৃহস্পতিবার একদিনের ব্যবধানে ডলারের দাম সাত টাকা বেড়ে ১২৫-এ গিয়ে দাঁড়ায়। তার জেরে ডলারের দামের রাশ টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সভার পর রোববার খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১২০ টাকা দরে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের কাছে একদিনে সাত টাকা বাড়ার কারণ জানতে চাওয়া হয়।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ক্রলিং পেগ প্রচলনের মাধ্যমে ডলারের অফিশিয়াল দাম সাত টাকা বাড়ানোর জের ধরে এমনটা ঘটেছে। তবে টাকার অবমূল্যায়নের পর যেখানে ব্যাংকে নগদ ডলারের দাম দুই টাকা বেড়েছে, সেখানে অ্যাসোসিয়েশনের দেওয়া যুক্তি গ্রহণ করেনি কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'আমরা ডলারের বাজার প্রায় ফ্রি করে দিতে চাইছি, তার মানে এই নয়, যে যেভাবে পারবে দাম বাড়িয়ে ডলার বিক্রি করবে। আমাদের যে ক্রলিং পেগের মাধ্যমে ডলারের মধ্যবর্তী দাম [১১৭ টাকা] নির্ধারণ করা হয়েছে, সেটি রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট এবং কারেন্সি বাস্কেট বিবেচনায় নিয়েই করা হয়েছে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে