ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদিতে ধরপাকড় চলছেই, এক সপ্তাহে আর সাড়ে ১৯ হাজার গ্রেপ্তার

২০২৪ মে ১২ ২২:৩৫:২৮
সৌদিতে ধরপাকড় চলছেই, এক সপ্তাহে আর সাড়ে ১৯ হাজার গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে আরও ১৯ হাজার ৭১০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সৌদি সরকার। গত ০২ মে থেকে ০৮ মে পর্যন্ত দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ মে এপ্রিল) গালফ নিউজ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১২ হাজার ৯৬১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ১৭৭ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী রয়েছে দুই হাজার ৫৭২ জন।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ৯৭৯ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছে। দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয় আরও ৪৬ জন। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও ১২ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশে সহায়তা করে বা তাদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা প্রদান করে তাদের ১৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া পরিবহন এবং বাসস্থানও বাজেয়াপ্ত করা হতে পারে.

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে