ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহর এখন দুবাই

২০২৪ মে ১২ ১১:৩৩:০৩
মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহর এখন দুবাই

আন্তর্জাতিক ডেস্ক :আকাশচুম্বী অট্টালিকায় সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে শেখদের শহর দুবাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহর।

দ্য ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে শীর্ষ এই ধনী শহরে ৭২ হাজার ৫০০ মিলিয়নর রয়েছে। অপরদিকে ৩ লাখ ৪৯ হাজার ৫০০ মিলিয়নার এবং ৬০ বিলিয়নারকে নিয়ে বিশ্বব্যাপী তালিকার শীর্ষে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেনলি এন্ড পার্টনারস এর ‘টপ ৫০ সিটি ফর মিলিওনিয়ারস’ তালিকা অনুযায়ী দুবাই এখন সামগ্রিকভাবে ২১ তম অবস্থানে রয়েছে। গত ১০ বছরে শহরটিতে মিলিয়নার জনসংখ্যার ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন সেখানে ২১২ সেন্টি-মিলিয়নেয়ার এবং ১৫ বিলিয়নেয়ারও রয়েছে। ২০২৩ সালে কোটিপতিদের দ্বিতীয়-সর্বোচ্চ প্রবাহ দেখা গেছে এই শহরে।

মধ্যপ্রাচ্যে এছাড়া আরেকটি শহর শীর্ষ ৫০-এর তালিকায় রয়েছে। সেটি হলো ইসরাইলেরর রাজধান তেল আবিব। সেখানে ২৪ হাজার ৩০০ কোটিপতি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি বিশ্বের পরবর্তী প্রধান কোটিপতি হটস্পট। জেদ্দাকে মধ্যপ্রাচ্যের শহর হিসেবেও নামকরণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, হাই-টেক হাব বে এরিয়া, টোকিও, সিঙ্গাপুর, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, সিডনি, হংকং এবং বেইজিং ৫০ কোটিপতি সমৃদ্ধ শহরের তালিকায় শীর্ষে রয়েছে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে