ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন

২০২৪ মে ১২ ০০:০৪:৩৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন

প্রবাস ডেস্ক : বাংলাদেশের কৃষি শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়া শাখার ১১তম বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন শনিবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

সিডনির মিন্টোস্থ রনমোর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মো. এমদাদুল হক বিপুর। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাসরত শেরবাঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রতিবছরের মতো দিনব্যাপী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রাণবন্ত এই মিলনমেলায় প্রবাসী, নতুন-নতুন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একে অপরের সঙ্গে হারিয়ে যায় তাদের বিশ্ববিদ্যালয়ের দিনের তারুণ্যের আভায়। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া, কৃষিবিদ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বর্ণিল হয়ে ওঠে।

পবিত্র কোরআন তেলাওয়াত এবং অস্ট্রেলিয়া ভূমির সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আজিম সাগর ও মিজানুর মিলন আয়োজিত ক্যাম্পাসের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের সন্তানেরা গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটিকে উজ্জ্বল করে তোলে।

শিশুদের ছবি আঁকা, ছোট ছেলেমেয়েদের বিভিন্ন খেলাধুলা, জমজমাট রাফেল ড্রয়ে অ্যালামনাইরা অংশ নেন।

মো. হামিমের ব্যবস্থাপনায় সুস্বাদু ভোজের মাধ্যমে শেরেবাংলা অ্যালামনাইরা তাঁদের পরিবার পরিজন নিয়ে দিনভর অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেন।

পরিশেষে এই বছরের কো–অর্ডিনেটর মো. এমদাদুল হক বিপু আগামী বছরের কমিটি ঘোষণা করেন। এরপর সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারনিউজ, ১১ মে ২২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে