ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দুবাইয়ে ছন্দ ধরে রেখেছেন ফাহাদ

২০২৪ মে ০৮ ১১:২৩:০৯
দুবাইয়ে ছন্দ ধরে রেখেছেন ফাহাদ

নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে শক্তিশালী দুই গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করার পর কাজাখস্তানের নারী আন্তর্জাতিক মাস্টার আলুয়া নুরমানকে পরাজিত করেছেন বাংলাদেশের ফাহাদ রহমান।

চতুর্থ রাউন্ডে মঙ্গলবার রাতে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাখোঙ্গীর ভখিদোভের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারের।

দুবাই পুলিশ গ্লোবাল চ্যালেঞ্জ মাস্টার্স বিভাগে প্রথম রাউন্ডে প্রতিযোগিতার টপ সিডেড খেলোয়াড় চীনের সুপার গ্র্যান্ডমাস্টার ইয়াঙ্গি ইউয়িকে রুখে দেন ফাহাদ রহমান।

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার হ্যানস মক নিয়েমানের সঙ্গেও ড্র করেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বরে সিনকুয়েফিল্ড কাপে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে আলোচিত হয়েছিলেন হেনস নিয়েমান।

প্রথম দুই রাউন্ডে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতায় সোমবার রাতে আলুয়া নুরমানকে পরাজিত করেন ফাহাদ রহমান।

তৃতীয় রাউন্ড শেষে ৪ দাবাড়ু পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন, যার তিনজনই ভারতীয়।

শীর্ষে থাকা তিন ভারতীয় ছাড়া একমাত্র দাবাড়ু স্বাগতিক আরব আমিরাতের গ্র্যান্ডমাস্টার সালেম সালেহ। শীর্ষে থাকা বাকি তিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হলেন অরবিন্দ চিদাম্বরম, এম প্রাণেশ এবং এনআর বিশাখ। আড়াই পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ১৫ জন দাবাড়ু।

৩৩ জন দাবা খেলোয়াড় দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয়, যার একজন বাংলাদেশের ফাহাদ রহমান। চতুর্থ রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাখোঙ্গির ভাখিদভ সংগ্রহ করেছেন ২ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে