ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

২০২৪ মে ০৫ ১৫:৪৬:৩৯
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২ থেকে উঠে আসা দল।

উল্লেখ্য, ২০২৪ আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ। আজ রোববার (০৫ মে) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়।

একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়। এতে জানানো হয়, ‘বি’গ্রুপে ম্যাচগুলো হবে ঢাকায়।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। এই গ্রুপের সব ম্যাচগুলো হবে সিলেটে।

এবারের আসরে ১০টি দলের অংশগ্রহণে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া ফাইনাল হবে ২০ অক্টোবর। প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল পরের রাউন্ডে যাবে।

এবারের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ।

বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে