ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বললেন রোনালদোর বোন

২০২৪ মে ০৫ ১৫:২৮:৪০
সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বললেন রোনালদোর বোন

ডেস্ক রিপোর্ট : আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বুধবার আল-খালিজকে হারিয়ে যখন কিংস কাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তার বোন কাতিয়া আভেইরো সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান বলে প্রশংসা করেছেন।

সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কিনা—এমন প্রশ্নের জবাবে কাতিয়া অ্যাভিয়েরো পর্তুগিজ ভাষায় সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, ‘একা একা হাঁটার জন্য যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে এটি এখানেই।’

কাতিয়া অ্যাভিয়েরো বলেন, ‘সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি আপনার ফোন টেবিলে রেখে যেতে পারেন এবং কিছুই ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং চুরির কোনো ঘটনাও নেই।’ তাই তিনি সৌদি আরবে সব সময় নিরাপদ বোধ করেন।

সৌদি স্পোর্টস ওয়েবসাইট অ্যাভিয়েরোকে উদ্ধৃত করে বলেছে, ‘আপনি গাড়িতে চাবি এবং মানিব্যাগ রেখে যেতে পারেন।’

সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আল-আউয়াল পার্ক স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বসে গত বুধবার খেলা দেখেছেন অ্যাভিয়েরো।

প্রতিবেদনে বলা হয়, সে সময়ের একটি ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করে ক্যাপশনে অ্যাভিয়েরো বলেছেন, ‘আমরা আমাদের রাজার (ক্রিস্টিয়ানো) জন্য শুভকামনা জানাতে এসেছি।’

ইনস্টাগ্রামে কাতিয়া অ্যাভিয়েরোর ফলোয়ার সংখ্যা ১৪ লাখেরও বেশি। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে গাড়ির ভেতর থেকে চিত্রায়িত রিয়াদের রাস্তার ভিডিও রয়েছে।

বুধবার রাতে আল-নাসরের হয়ে রোনালদো দলের প্রথম এবং তৃতীয় গোল করেন। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে।

ম্যাচের পরে, পর্তুগিজ তারকা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট দিয়ে সেমিফাইনাল জয় উদযাপন করেছেন।

৩১ মে কিংস কাপের ফাইনালে আল-নাসর চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের মুখোমুখি হবে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে