ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দেশের সাথে বিশ্বাসঘাতকতা! পাঁচ বছরের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

২০২৪ এপ্রিল ০৬ ১৪:০৩:৪৫
দেশের সাথে বিশ্বাসঘাতকতা! পাঁচ বছরের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : লোভ পাপ, পাপে মৃত্যু। এটা পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে ভালো কে বলতে পারে! অতীতে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের কারণে নির্বাসিত করা হয়েছে। নির্বাসনের তালিকায় যোগ হয়েছে আরেক পাকিস্তানি ক্রিকেটারের নাম।

তবে তিনি ম্যাচ ফিক্সিংয়ের কারণে নির্বাসিত হননি। তিনি এমন একটি ভুল করেছেন যে জাতীয় ক্রিকেট বোর্ড তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপ আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই প্রতিটা দল নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে। এই আইসিসি টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রত্যেকটা দলই চেষ্টা করছে যাতে এই শিরোপা তারা জিততে পারে।

এই তালিকায় পাকিস্তানের নামও রয়েছে। যেকোনো মূল্যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে চায় তারা। কিন্তু, এই বিশ্ব ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তানের এক ক্রিকেটার।

জানা গেছে, পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করেছে ইসিবি।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে এই ক্রিকেটার যথেষ্ট ব্যাটিং ধামাকা করেছিলেন। পাকিস্তান সুপার লিগে টানা ২ ম্যাচে শতরানও করেন তিনি। কিন্তু, এবার এই ক্রিকেটারের ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার হয়ে গেল, তা বলা যেতেই পারে।

জানা গেছে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণেই এই চরম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, এই ক্রিকেটার ইসিবি আয়োজিত কোনও ক্রিকেট টুর্নামেন্টে আগামী ৫ বছর অংশগ্রহণ করতে পারবেন না।

কেন নির্বাসিত করা হল এই ক্রিকেটারকে?

পাকিস্তানি এই ক্রিকেটারের নাম উসমান খান। তিনি পাকিস্তান সুপার লিগে মহম্মদ রিজওয়ানের দল 'দ্য মুলতান সুলতান'-এর হয়ে খেলেন। ২০২৪ পিএসএল টুর্নামেন্টে উসমানের ব্যাট থেকে কার্যত রানের ফোয়ারা দেখা গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি জোড়া সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উসমানের জন্ম পাকিস্তানে হয়েছিল। কিন্তু, সংযুক্ত আরব আমিরশাহী দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন তিনি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে বিধ্বংসী পারফরম্যান্সের পর পাক ক্রিকেট বোর্ড বাবর-শাহিনদের সঙ্গে বিশ্বকাপ খেলার প্রলোভন দেখায়।

পাশাপাশি উসমানও পাকিস্তান ক্রিকেট দলে জয়েন করার জন্য এক পায়ে খাড়া হয়ে ওঠে। ২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে তাঁকে খেলতে দেখা যেতে পারে। পিএসএল শেষ হতে না হতেই ক্রিকেটাররা ইতিমধ্যে নিজেদের দেশে ফিরে গিয়েছেন। কিন্তু, উসমান পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে শুরু করেন।

এবার এসব লিগে অংশগ্রহণ করতে পারবেন না উসমান

উসমান খানের এই সিদ্ধান্তের কারণে ক্ষোভে ফেটে পড়েছে ইসিবি। উসমান আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন। কিন্তু, তিনি পাকিস্তান ক্রিকেট দলের হাত ধরার পর ইসিবি তাঁকে ৫ বছরের জন্য় নির্বাসিত করেছে। এবার ইসিবি আয়োজিত কোনও টুর্নামেন্টে উসমান আগামী ৫ বছর অংশগ্রহণ করতে পারবেন না।

বিশ্বকাপ টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে। আশা করা যায়, উসমান এই সিরিজেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে নামবেন।

পাঁচ বছর নির্বাসনের অর্থ হল, ২০২৯ সাল পর্যন্ত উসমান সংযুক্ত আর আমিরাতে দুটো টি-২০ লিগ, আইএলটি২০ এবং আবুধাবি টি-১০ লিগে অংশগ্রহণ করতে পারবেন না।

শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে