ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি’র ‘জয়ী ৩৬০’

২০২৪ মার্চ ২৩ ২৩:০২:১৮
নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি’র ‘জয়ী ৩৬০’

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স নারী উদ্যোক্তাদের জন্য লোন সেবা ‘জয়ী’-কে কেন্দ্র করে বিশেষায়িত উপশাখা ‘জয়ী ৩৬০’ উদ্বোধন করেছে।

ঢাকার মিরপুরে দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানকে বেগবান করতে ও তাদের সম্ভাবনাময় আগামীর সঙ্গী হতে এই উপশাখাটির কার্যক্রম শুরু করেছে আইপিডিসি।

কোম্পানিটি জানিয়েছে, ‘জয়ী’ মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে সহায়তায় আইপিডিসি’র একটি লোন সেবা যা যাত্রা শুরু করে ২০১৮ সালে। এবার প্রতিষ্ঠানটি ‘জয়ী’ লোন সেবার সাথে আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে উপশাখাটি চালু করেছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স-এর চেয়ারম্যান আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস প্রমুখ।

আইপিডিসি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, দেশের সামষ্টিক উন্নয়নকে আরও সম্পূর্ণ এবং দ্রুততর করতে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও নারী উদ্যোক্তাদেরকে ভালোভাবে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে