ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানা গেল

২০২৪ মার্চ ১৯ ১৫:২৪:৩০
টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানা গেল

ক্রীড়া প্রতিবেদক : বিয়ষটি আগেই জানা গিয়েছিল যে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না। এবার টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আগে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চান এই টাইগার অলরাউন্ডার।

সোমবার (১৯ মার্চ) সাকিবকে বাদ দিয়েই সিলেট টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলের না থাকার বিষয়টি পরিষ্কার করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লিপু বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব। বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

তিনি জানান, শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল সাকিবের।

সাকিব নিজেই জানিয়েছেন, নিজের ওজন বেড়ে যাওয়ার কথা। আপাতত জাতীয় দলে ফিরতে না চাইলেও ঢাকা লিগে খেলবেন সাকিব। ডিপিএল খেলে নিজেকে পুরোপুরি ফিট করতে চান তিনি।

এবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। সব ঠিক থাকলে আগামীকাল (বুধবার) সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন সাকিব।

শেয়ারনিউজ, ১৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে