ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের সম্মানী নির্ধারণ

২০২৪ মার্চ ১৪ ১৯:২৭:১৯
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের সম্মানী নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা নির্ধারণ করে দিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা স্থায়ী সম্মানী পাবেন। এ ছাড়া প্রতিটি পর্ষদ সভার জন্য পাবেন ১০ হাজার টাকা করে। তবে সর্বোচ্চ সাতটি সভার জন্য এ ভাতা নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া এখন থেকে এ ধরনের প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির প্রধান হবেন স্বতন্ত্র পরিচালক।

বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় স্বতন্ত্র পরিচালকের দায়-দায়িত্ব অপরাপর পরিচালকদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। “ফলে, উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিবর্গকে ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত করা আবশ্যক।”

নতুন সিদ্ধান্তে প্রতিষ্ঠানের পর্ষদে কমপক্ষে দুই ও সর্বোচ্চ ১৫ জনের সুযোগ রেখে স্বতন্ত্র পরিচালকদের দায়-দায়িত্ব ঠিক করে দিয়ে বলা হয়, ‘স্বতন্ত্র পরিচালক’ বলতে এরূপ ব্যক্তিকে বুঝাবে যিনি ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারক হতে স্বাধীন। “যিনি কেবল ফাইন্যান্স কোম্পানির স্বার্থে স্বীয় মতামত প্রদান করবেন এবং ফাইন্যান্স কোম্পানির সাথে কিংবা ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সাথে যার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নাই।”

নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হতে হলে ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে কারও নিজের বা পরিবারের নামে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার থাকলে কিংবা পরিবারের কেউ ওই প্রতিষ্ঠানে লাভজনক কোনো পদে কর্মরত থাকলে তিনি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকেরা কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি অভিযোগ বা তাঁদের মতামত জানাতে পারবেন।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, পেশাদার হিসাববিদ, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য, অর্থ, শিল্প ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।

স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতার বিষয়ে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান পালন নিশ্চিতে তারা ভূমিকা রাখবেন। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ আইন বা বিধি লঙ্ঘন করলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান/সভাপতি নির্বাচন করতে হবে। এ পদের মেয়াদ হবে তিন বছর। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে ন্যূনতম একজনকে পরিচালক পর্ষদের নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের (পরিচালক ব্যতীত) স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকবেন স্বতন্ত্র পরিচালক।

স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে বা দায়িত্বে অবহেলাজনিত বিরূপ পর্যবেক্ষণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের নোটিসে স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের সুযোগ রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের পর্ষদ ও বাংলাদেশ ব্যাংক চাইলে তাকে অপসারণ করতে পারবে।

শেয়ারনিউজ ১৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে