ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

আমরা নেটওয়ার্কের লেনদেন বাতিল

২০২৪ মার্চ ১০ ১৭:৫২:২৫
আমরা নেটওয়ার্কের লেনদেন বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (‌ডিএসই) আজ প্রথম কার্যদিবস রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর কিছুক্ষণ পর থেকেই কারিগরি ত্রুটি দেখা দেয়। এরফলে ডিএসইর ট্রেডিং সিস্টেমসে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখা গেছে। এমতাবস্থায় ডিএসই আমরা নেটওয়ার্ক লিমিটেডের আজকের শেয়ার লেনদেন বাতিল করেছে। তবে বাকি সব কোম্পানির শেয়ার লেনদেন বহাল থাকবে।

ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, রেকর্ড ডেট শেষে আজ রোববার নেটওয়ার্কের শেয়ার লেনদেন চালু কর‌তে গি‌য়ে এক্সচেঞ্জটির ওয়েবসাইটে কা‌রিগ‌রি ত্রুটি দেখা দেয়। এই কারণে আজ ডিএসইতে আমরা নেটওয়ার্কের লেনদেন স্থগিত করা হ‌য়ে‌ছে। আজ কোম্পা‌নি‌টির যেসব শেয়ার লেনদেন হয়েছে সেগু‌লো বাতিল করা হয়েছে। আগামীকাল কোম্পা‌নি‌টির শেয়ার লেনদেন চালু হবে বলে জানিয়েছে ডিএসই।

এর আগে, ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই কারিগরি সমস্যা দেখা দেয়। ডিএসইর ওয়েবসাইটে এই বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় সূচকের বিভ্রান্তিকর তথ্যের কারণে বি‌নি‌য়োগকারী‌দের আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হ‌য়।

ডিএসই থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই সূচক দেখা যাবে। ডিএসইতে সমস্যা হ‌লেও দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সূচ‌কের তথ্য দেখতে কোনো সমস্যা হয়নি।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে