ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফারইস্ট নিটিংয়ের স্বাধীন পরিচালকের পুনর্নিয়োগ বাতিল

২০২৪ মার্চ ০৮ ১১:৩৭:০৭
ফারইস্ট নিটিংয়ের স্বাধীন পরিচালকের পুনর্নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানির বোর্ডে একজন স্বাধীন পরিচালকের পুনর্নিয়োগের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বছরের ডিসেম্বরে ফারইস্ট নিটিং ইন্ডাষ্ট্রিজ বিএসইসির কাছে মোহাম্মদ নজরুল ইসলামকে কোম্পানিটির বোর্ডে স্বাধীন পরিচালক হিসেবে পুনর্নিয়োগ করার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথি-পত্র না থাকায় কোম্পানির ওই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছরের অক্টোবরে কোম্পানিটির বোর্ড নজরুল ইসলামের মেয়াদ স্বাধীন পরিচালক হিসাবে ২১ নভেম্বর ২০২৩ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরবর্তী তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়।

পরে, ডিসেম্বরে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় স্বাধীন পরিচালকের মেয়াদ বাড়ানোর সম্মতির পর তা চুড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসি’র কাছে চিঠি দিয়ে প্রস্তাব পাঠায়।

গত ২৭ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির কাছে এক চিঠিতে নথিপত্র পরীক্ষা করার পর জানায়, কমিশন মোহাম্মদ নজরুল ইসলামকে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের স্বাধীন পরিচালক হিসেবে পুনর্নিয়োগ করতে সম্মতি দেওয়ার অবস্থানে নেই।

শেয়ারনিউজ, ০৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে