ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

৩১৬ পয়েন্ট খোয়ার পর অবশেষে বড় উত্থান

২০২৪ মার্চ ০৬ ১৫:১২:২০
৩১৬ পয়েন্ট খোয়ার পর অবশেষে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক : গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। তারপর থেকেই চলছে ধারাবাহিক পতন। এরমধ্যে অতিবাহিত হয়েছে ১৬ কর্মদিবস। এই ১৬ কর্মদিবসের মধ্যে মাত্র দুই কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। বাকি ১৩ কর্মদিবসে সূচক কমেছে ৩১৬ পয়েন্ট।

এরমধ্যে সর্বশেষ ৫ কর্মদিবস টানা পতন হয়েছে। এই সময়ে ডিএসর সূচক কমেছে ১৪১ পয়েন্ট। এতোদিন বিনিয়োগকারীদের প্যারা দিয়ে অবশেষে আজ সূচকের বড় উত্থান মিলেছে। আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ সূচক বাড়লেও লেনদেন কমে গেছে। এতে বুঝা যায়, আজ বড়দের বাই প্রেসার কিছুটা বাড়লেও তাদের সেল প্রেসার কমে গেছে। যে কারণে বাজারে বড় উত্থান হলে সরবরাহের ঘাটতির কারণে লেনদেনে ঘাটতি রয়েছে।

তাঁরা বলছেন, বড় বিনিয়োগকারীরা যদি বাজারে অস্বাভাবিক সেল প্রেসার না দেয়, তাহলে বাজারে বড় উত্থান দেখা যাবে। কারণ বাজারে অনেক নেমে গেছে। এখন কেবল ওপরে ওঠার পালা। এছাড়া, রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় বাজারে অনেক সামনে যাওয়ার কথা।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার (০৬ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭৭টির, কমেছিল ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ০৬ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে