ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানি

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৫:২৫:৫২
পতনের মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার কেনার জন্য মরিয়া হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অবস্থান করে হল্ডেট হয়েছে ৪ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কাট্টালি টেক্সটাইল এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এদিন কোম্পানিগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অবস্থান করে হল্ডেট হয়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা শেষ বেলা পর্যন্ত চেষ্টা করেও প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট কিনতে পারেননি।

কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের শেয়ারদর বেড়েছে আজ ৯.৯৫ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ৯.৭৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৫৭ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৯৭ শতাংশ।

এছাড়া, ডিএসইতে আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ কিনারায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির লেনদেন আজ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

শেয়ারনিউজ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে