ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৯:০১:০১
পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ৪ পয়েন্টের বেশি। এদিন সূচক কমানোর নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, শাহজালাল ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, উত্তরা ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ফরচুন সুজ, প্রিমিয়ার ব্যাংক, লিন্ডে বাংলাদেশ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ১২ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে প্রথম স্থানে ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৩ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমানোর প্রক্রিয়ায় কোম্পানিটির দায় ছিল ২.৫৩ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের নেপথ্যে দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমানোর প্রক্রিয়ায় কোম্পানিটির দায় ছিল ২.১৫ পয়েন্ট।

এছাড়াও আজ ডিএসইর সূচক পতনের নেপথ্যে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামি ব্যাংকের ১.৬৩ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালের ১.০৫ পয়েন্ট, উত্তরা ব্যাংকের ০.৯৫ পয়েন্ট, জিপিএইচ ইস্পাতের ০.৭৯ পয়েন্ট, ফরচুন সুজের ০.৭৭ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৪ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ০.৭১ পয়েন্ট এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ০.৬২ পয়েন্ট শেয়ারদর কমেছে।

শেয়ারনিউজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে