ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নাটকীয়তার পর অবশেষে শেয়ারবাজারে উত্থান

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৫:১৪:৫২
নাটকীয়তার পর অবশেষে শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক : গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উঠেছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্টে। তারপর থেকে ছিল টানা পতন। এরপর সাত কর্মদিবসের পতনে সূচক নেমে যায় ৬ হাজার ২৫৬ পয়েন্টে। তারপর ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সূচক বাড়ে ১৭ পয়েন্ট। কিন্তু ২৫ ফেব্রুয়ারি রোববার) আবারও পতন। ওইদিন সূচক কমে যায় ১৪ পয়েন্টের বেশি। আজ ২৭ ফেব্রুয়ারি(মঙ্গলবার) নাটকীয়তাার পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে বাজার। আজ ডিএসইর সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের কর্মদিবস রোববার সূচকের পতন হলেও আজ উত্থান প্রবণতায় উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টায় ডিএসইর সূচক ২৭ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়। তারপর গতানুগতিকভাবে বাজারের আবারও পিছুটান। গ্রীণজোন থেকে বাজার রেডজোনে টার্ন নেয়। আগের দিনের চেয়ে সূচক নেমে যায় প্রায় ৭ পয়েন্ট।

এরপর বেলা ১টার পর সূচক ঘুরতে থাকে। এই সময় বড় বিনিয়োগকারীদের সেল প্রেসার বেড়ে যায়। এক পর্যায়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে লেনদেনের গতি পায়। শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক বৃদ্ধি স্থির হয় ১৩ পয়েন্টের ওপরে।

আগের দিন শেয়ারনিউজে আভাস দেওয়া হয়েছিল যে, বাজারে স্মার্ট মানি ঢুকছে। তারা কম দামে শেয়ার কিনতে চাইছে। যে কারণে সূচক বাড়লেই সেল প্রেসার দিয়ে তারা সূচক দাবায়ে রাখে। তবে সামনে বাজার অনেক ভালো হবে-এই বিষয়ে বাজার সংশ্লিষ্ট সবাই বড় আশাবাদী।

সম্ভাবনাময় ৬ কোম্পানির শেয়ার

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ১৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ৬ হাজার ২৭২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৫২র এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭৮টির, কমেছিল ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে