ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

উদ্যোক্তা পরিচালকের ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ০৭:১৮:৫৯
উদ্যোক্তা পরিচালকের ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক ৩০ লাখ শেয়ার বিক্রি করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি জানিয়েছেন, ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ওই শেয়ার তিনি বিক্রি সম্পন্ন করেছেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একরামুল হক কোম্পানিটির ৩০ লাখ শেয়ার বাজার মূ্ল্যে বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫১ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা।

২০২১ সালে শেয়ারবাজারে তাওফিকা ফুডসের লেনদেন শুরু হয়। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা সাড়ে আট কোটি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৪.৬৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ২১.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৩.৯৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

শেয়ারনিউজ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে