ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

সার্কিট ব্রেকারে হল্টেড ১০ কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৫:২৫:১৯
সার্কিট ব্রেকারে হল্টেড ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় লাপ দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ১৮ পয়েন্ট। সূচকের এমন উত্থানের দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চূড়ায় গিয়ে হল্টেড হয়েছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ভিএসএফ থ্রেড ডাইং, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, কুইন সাউথ টেক্সটাইল, এস্কয়ার নিট কম্পোজিট, মেঘনা পেট্রোলিয়াম, কাট্টালি টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতাশূন্য হওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারগুলো শেষ বেলা পর্যন্ত চেষ্টা করেও কিনতে পারেনি।

কোম্পানিগুলোর মধ্যে ভিএসএফ থ্রেড ডাইংয়ের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ, মনোস্পুল পেপারের ৯.৯৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৯৪ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৯৪ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিট ৯.৮৯ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৯.৮৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৯.৮১ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ৯.৫২ শতাংশ।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে