ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

বিএসসিসিএল এমডির নিয়োগবিধি অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ০৭:০৬:২৩
বিএসসিসিএল এমডির নিয়োগবিধি অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগবিধি পরিবর্তন বিষয়ে অনুমোদন দেননি শেয়ারহোল্ডাররা।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কেবল সরকারের কাছে ইকুইটি মানির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুতে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সাধারণ শেয়ার ইস্যু ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগবিধি বিষয়ে ১৫ ফেব্রুয়ারি ইজিএম করে বিএসসিসিএল। কোম্পানির নিয়োগবিধি অনুযায়ী বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সরকার মনোনীত করে এবং পরিচালনা পর্ষদ অনুমোদন ও নিয়োগ করে। এটি পরিবর্তন করে পরিচালনা পর্ষদ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেয়ার বিধিটি ইজিএমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়, যেটি শেয়ারহোল্ডাররা অনুমোদন করেনি।

এছাড়া ‘রিজিওনাল সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট, বাংলাদেশ’ (ইনস্টলেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অব সেকেন্ড সাবমেরিন কেবল সিস্টেম (এসএমডব্লিউ-৫) ফর ইন্টারন্যাশনাল টেলিকমিউনেকেশনস ইন বাংলাদেশ) শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা ইকুইটি হিসেবে নিয়েছিল কোম্পানিটি।

এই অর্থের বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর জন্য অর্থ বিভাগের সম্মতি চেয়েছিল কোম্পানিটি। গত সেপ্টেম্বরে প্রতি শেয়ার ৭৫ টাকা দরে ইস্যুর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পায় কোম্পানিটি। এর পরিপ্রেক্ষিতে মোট ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেয়ার ইস্যুর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৭ পয়সা।

শেয়ারনিউজ, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে