ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে ধাওয়া করা গাড়িতে মারা গেল বাংলাদেশি দম্পতি

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১১:২৪:৪২
নিউইয়র্কে ধাওয়া করা গাড়িতে মারা গেল বাংলাদেশি দম্পতি

প্রবাস ডেস্ক : পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। এসময় অপরাধীর গাড়ির ধাক্কায় আরেক গাড়ির নিরাপরাধ চালক ও যাত্রী নিহত হয়েছেন। কিন্তু এই মৃত্যুর দায় কে নিবে, অপরাধী নাকি পুলিশ?

নিউইয়র্কের উডবারিতে এমন একটি দুর্ঘটনার শিকার প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দম্পতি হাফিজ আহমেদ (৫২) এবং তার স্ত্রী সাথী আহমেদ (৪১)।

এই দুর্ঘটনার পর এমন প্রশ্ন সামনে এসেছে। এই দুর্ঘটনায় মারাত্মক জখম নিহত দম্পতির মেয়ে রাইদার (১০) অবস্থা সঙ্কাটপন্ন। সে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নিউইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বিংহ্যামটনে নতুন কেনা বাড়ি দেখতে যাচ্ছিলেন হাফিজ আহমেদ। হঠাৎ উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

এতে তাদের গাড়িটি দুমড়ে যায়। এসময় সেখানে টহল পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় তাদের ভ্যালহেল্লালের ওয়েস্টচেস্টার হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজ ও তার স্ত্রী সাথীকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন। নিহত সাথী নিউইয়র্কে গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দুজনের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি জিতে আমেরিকা আসেন। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তাদের পৈতৃক বাড়ি।

পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানায়, দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া রাইদাকে দেখভাল করার যাবতীয় দায়িত্ব নিয়েছে নিউইয়র্ক স্টেট। আগামী এক মাস রাইদাকে দেখভাল করার নিমিত্তে হাসপাতালের কাছে একটি হোটেল রুম বরাদ্দ রাখা হয়েছে ইশামের নামে।

হাফিজ আহমেদ ও সাথী আহমেদের অকাল মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটির অনেকে ক্ষোভ প্রকাশ করে সোস্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। অনেকে তাদের মৃত্যু নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

শেয়ারনিউজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে