ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে টানা তিনদিন পতন, এবার ঘোরার পালা

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৪:৫৩
শেয়ারবাজারে টানা তিনদিন পতন, এবার ঘোরার পালা

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর সূচকের যে পতন হয়েছিল, তা উদ্ধারের পর সূচক এগিয়েছিল ১১১ পয়েন্ট। কিন্তু গত তিন দিনের টানা পতনে সূচক কমে গেছে ৭৬ পয়েন্ট। এখন ফ্লোর প্রাইস প্রত্যাহারের সময়ে সূচক যা ছিল, তার চেয়ে মাত্র ৩৫ পয়েন্ট এগিয়ে আছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন ডিএসইর সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট। ফ্লোর প্রাইস প্রত্যাহারের ধাক্কায় সূচক নেমে যায় ৬ হাজার ৯৭ পয়েন্টে। এরপর সূচক ধারাবাহিকভাবে বাড়তে থাকে। গত ১১ ফেব্রুয়ারী সূচক বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৪৭ পয়েন্টে।

কিন্তু ওইদিন থেকে বাজারে দেখা যায় ধারাবাহিক পতন। গত তিন কর্মদিবসে সূচক ৭৬ পয়েন্ট কমে আজ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭১ পয়েন্টে। এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের সময়ের ৬ হাজার ৩৩৬ পয়েন্ট থেকে সূচক এগিয়ে আছে মাত্র ৩৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, সূচক কমলেও বাজারে লেনদেন ধরে রেখেছে। যা বাজারের জন্য ইতিবাচক। তাঁরা বলছেন, সূচক আরা নামার সম্ভাবনা কম। এখন বাজার ঘুরে দাঁড়ানোর পালায়।

এদিকে টেকনিক্যাল অ্যানালিষ্টরা বলছেন, আজ সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে অনেক। আজ যদি লেনদেন বেশি বাড়তো, তাহলে সেটা হতো নেতিবাচক। কিন্তু আজ লেনদেন অনেক বেশি কমে গেছে। এটি বাজারের জন্য ইতিবাচক। যে কারণে তাঁরা আগামী কর্মদিবসে বাজার ঘুরে দাঁড়াবে বলে ইংগিত দিচ্ছেন।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ২৩.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৭১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৪ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৮৭টির, কমেছিল ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে