ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে স্বপ্ন ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কনসার্ট

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫০:৩০
সিডনিতে স্বপ্ন ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কনসার্ট

প্রবাস ডেস্ক : স্বপ্ন ব্যান্ডের ১০ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়েছে সিডনিতে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সিডনির ল্যাকেম্বার লাইব্রেরী হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলটির একক পরিবেশনায় ও মেইন ভোকালিষ্ট মিঠু স্বপ্নের পরিচলানায় প্রায় বিভিন্ন নামকরা ব্যান্ডের ১৪টি গান এবং ৯০ দশকের মোট ৬টি জনপ্রিয় গান নিয়ে একটি ম্যাশআপ পরিবেশন করে।

তার মধ্যে দুইটি ছিল দলের মৌলিক গান। এছাড়াও দলের প্রথম দিকের শিল্পী সাইফ মোহাম্মদ আশিক সুজন দুইটি একক গান পরিবেশন করেন।

এসময় স্বপ্ন ব্যন্ড পরিবার তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার পর উপস্থিত অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় দলের প্রধান মিঠু স্বপ্ন।

এই ব্যান্ড দলের লাইন আপে আছেন ভোকাল ও রিদম গীটারিস্ট মিঠু স্বপ্ন, ড্রামে পার্থ বড়ুয়া জনি, লীড গীটারে দিব্য জ্যোতি বড়ুয়া ও বেইস গীটারে টনি স্টিফেন গোমেজ।

গিটারিস্ট টনি কনসার্টে যোগ দিতে না পারায় বেইস গীটারে সহযোগীতা করেন সৈয়দ হাসানুদ্দিন মাহাদী। যন্ত্র ও আলোক নিয়ন্ত্রনে ছিলেন আত্তাবুর রহমান ও সৈয়দ হাসানুদ্দিন মাহাদী।

হল ভর্তি দর্শকের সঙ্গে সিডনির ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ খলিল সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে