ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অবৈধ অভিবাসীদের যে সুখবর দিতে যাচ্ছে মালয়েশিয়া

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৪:০৬
অবৈধ অভিবাসীদের যে সুখবর দিতে যাচ্ছে মালয়েশিয়া

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে চলছে অভিযান। প্রতিদিনই ধরা পড়ছেন অবৈধ অভিবাসীরা। এসব অভিবাসীদের একটি বড় অংশ পালিয়ে রয়েছেন। এরই মধ্যে এবার অভিবাসীদের সুখবর দিতে যাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।

জানা গেছে, মালয়েশিয়ার সরকার দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিতে যাচ্ছে। শিগগিরই তাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে দেশটির অভিবাসন বিভাগ।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চলতি বছরের ১ মার্চ থেকে বাস্তবায়ন করা হবে নতুন এই কর্মসূচি। দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের জরিমানা বাবদ ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, যথাযথ কাগজপত্র না থাকা, অভিবাসন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য তাদের এ জরিমানা করা হবে। এর মধ্য দিয়ে পুলিশের হাতে আটক ও কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা।

এর আগে, দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ‘আরটিকে ২.০’ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয়, যা শেষ হয় গত বছরের ৩১ ডিসেম্বর। তবে রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।

এই প্রোগ্রামে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ফার্মিং, এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরে প্রায় ৫ লাখ ১৮ হাজার অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে