ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১২:৩৬:৪৩
বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় বিয়ে, এক ওভারে তিনটি নো বল তারপর তিন ম্যাচ খেলে বিপিএল ছেড়ে ছুটিতে যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে। তখনই জানা গিয়েছিল চলমান টুর্নামেন্টে আর খেলতে দেখা যাবে না মালিককে। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও ওঠে।

যদিও ফরচুন বরিশালের মালিক পক্ষ এবং মালিক দুই জনই এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবার জানা গেল, নতুন আরেক খবর—ফের বরিশালের ক্যাম্পে ফিরছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। খেলবেন সিলেট পর্বের শেষ ম্যাচে।

বুধবার (৩১ জানুয়ারি) বরিশাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শোয়েবের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। ঐ বিজ্ঞপ্তি অনুসারে আগামী স্কোয়াডে যোগ দিবেন মালিক। এরপর সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে খেলবেন তিনি। এর আগে চলমান দশম বিপিএলের শুরু থেকেই বরিশালের সঙ্গে ছিলেন শোয়েব মালিক। খেলেছেন প্রথম তিন ম্যাচ তবে সেখানে পারফরম্যান্সে নামের সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে অপরাজিত ১৭ রান। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন। এছাড়া প্রথম দুই ম্যাচে বোলিং করে নেন ১ উইকেট।

তবে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বল করে আলোচনা সৃষ্টি করার পর আর তৃতীয় ম্যাচে বল হাতে দেখা যায়নি তাকে। এরপর তিনি পারিবারিক কাজে দু্বাই চলে যান ফ্রাঞ্চাইজিটির ক্যাম্প ছেড়ে। এরপর সিলেট পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি ফিরে আসেননি।

বরিশাল তখন জানায়, চলমান মৌসুমে আর তিনি ফিরবেন না। সেই সময় তার শূন্য স্থান পূর্ণ করতে ফ্রাঞ্চাইজিটি দলে ভেড়ায় আরেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে। ইতিমধ্যে এই ব্যাটার খেলে ফেলেছেন দুটি ম্যাচ। আর দুই ম্যাচেই রান পেয়েছেন তিনি।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে