ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফী

২০২৪ জানুয়ারি ৩১ ১৪:০৬:১৩
বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করতে চলতি বিপিএল থেকে বিরতি নিয়েছেন স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী। বুধবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।

সাম্প্রতিক সময়ে নড়াইল-২ আসনের এমপি হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর জাতীয় সংসদে হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন মাশরাফি। বিপিএলের এই সময়টা রাজনীতিতে পার করার ইচ্ছা তার। এ কারণেই বিপিএল ছাড়লেন তিনি।

এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন এই আসরে চারবার শিরোপা জেতা এই অধিনায়ক। মাশরাফির প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানিয়েছে সিলেট।

এদিকে মাশরাফি না থাকায় সিলেটের নেতৃত্ব দেবেন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে একাদশে জায়গা হয়নি টানা ব্যর্থ হতে থাকা মিঠুনের। এবার তিনিই সামলাবেন নেতৃত্ব।

চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। আসরে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফিও। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। সবগুলো ম্যাচে বোলিংও করেননি মাশরাফি। বোলিং করলেও শর্ট রান আপে দৌড়াতে দেখা গেছে তাকে। বিপিএলে তার খেলা নিয়ে এর আগে সমালোচনা করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল- আকরাম খানরা।

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপরের দিন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের সিলেট। সেই ম্যাচের মাধ্যমে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।

শেয়ারনিউজ, ৩১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে