ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

স্পেনে বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির বর্ণাঢ্য অভিষেক

২০২৪ জানুয়ারি ৩১ ০৭:৩৪:৪৫
স্পেনে বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির বর্ণাঢ্য অভিষেক

পরবাস ডেস্ক : প্রাচীনকাল থেকে ইতিহাস-ঐতিহ্য আর শিক্ষা-দীক্ষায় ছিল বিক্রমপুরের সুনাম। মুক্তিযুদ্ধসহ দেশের সব দুর্যোগে মুন্সীগঞ্জের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মুন্সীগঞ্জে (বিক্রমপুর) জন্ম নিয়েছেন অনেক আলোকিত মানুষ। যারা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে আলো ছড়িয়েছেন।

এসব প্রবাসী দেশে বিনিয়োগ করে দেশ ও দশের কল্যাণে নিয়োজিত আছেন। প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতি মাদ্রিদ, স্পেনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মিল্টন ভূঁইয়া কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান কমল রাজু এবং সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আব্দুর রউফ মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান ঝন্টু, মুজিবুর রহমান ববি, সেলিম মিয়া, সুমন নুর, জয়নাল আবেদীন রানা, আল আমিন শেখ, মোক্তার হোসেন, মনির হাওলাদার ও ওয়াহিদুজ্জামান।

শেয়ারনিউজ, ৩১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে