ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পরিবার নিয়ে আমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে সেমিনার

২০২৪ জানুয়ারি ৩০ ০৭:১৮:২৫
পরিবার নিয়ে আমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে সেমিনার

পরবাস ডেস্ক : আমেরিকায় কীভাবে সহজ উপায়ে অভিবাসী হওয়া যায়- এই নিয়ে নিউইয়র্কে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘ফ্যামিলি ও এমপ্লয়মেন্ট বেইজড ইমিগ্রেশন ইন দ্য ইউএসএ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে সেভ দ্য পিপল ইউএসএ।

নিউইয়র্কের অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষের ইমিগ্রেন্ট সংক্রান্ত প্রশ্নের জবাব দেন রাজু মহাজন।

সেমিনারটি সঞ্চালনা করেন রাজু ল’ এর নিউইয়র্ক ব্রাঞ্চের ম্যানেজার ফিরোজ কবীর।

অ্যাটর্নি রাজু মহাজন বলেন, ‘বৈধভাবে অনেক উপায়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ রয়েছে। এই সুযোগ একটি বা দুটি উপায়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তাই সুযোগগুলো কাজে লাগাতে হলে অভিবাসী আইন নিয়ে ভালোভাবে জানতে হবে এবং নিজের ইচ্ছাও থাকতে হবে।’

কমিউনিটিতে অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য আয়োজিত এই সেমিনারে সেভ দ্য পিপল ইউএসএ-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ইমিগ্রেন্টরা কতটা সহজ এবং নির্ভুলভাবে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আসতে পারেন সে ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি রাজু মহাজন।’

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি রাজু মহাজন বলেন, ‘তিনি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশিদের প্রতি তার একটা সফট কর্ণার আছে। এছাড়া তিনি বাংলায় ভালোভাবেই কথা বলতে পারেন, বাংলাদেশ সম্পর্কে জানাশোনাও ভালো। তাই বাংলাদেশি অভিবাসীদের ইমিগ্রেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান তিনি খুব ভালো করেই সমাধান করতে পারবেন।’

শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে