ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪-২৭ মে

২০২৪ জানুয়ারি ২৯ ১৯:০৯:০৯
নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪-২৭ মে

পরবাস ডেস্ক : নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৪ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে।

এটি হবে নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। ৩৩তম এই আসরে বিশ্বের ৩০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।

কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা।

মেলায় ২ হাজারের ও বেশি নতুন বই থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন।

স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় আয়োজক কমিটি বইমেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানান।

অনুষ্ঠানে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ও সাংবাদিক নিনি ওয়াহেদ।

এই সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সউদ চৌধুরী এবং গোলাম ফারুক ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য রানো ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এবং প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন।

শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে