ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্রান্সে মানবিক ডাক্তার খ্যাত জামিলুরকে সংবর্ধনা দিল বাংলাদেশ দূতাবাস

২০২৪ জানুয়ারি ২৮ ১৭:২৮:৫৮
ফ্রান্সে মানবিক ডাক্তার খ্যাত জামিলুরকে সংবর্ধনা দিল বাংলাদেশ দূতাবাস

পরবাস ডেস্ক : বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি প্রয়াত ইব্রাহিমের পাশে দাঁড়ানো ও মানবিক কাজের জন্য ডাক্তার জামিলুরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দূতাবাসের বলরুমে আয়োজিত এ সংবর্ধনায় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফ্রান্সস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ডাক্তার জামিলুরকে মানবিক মানুষ উপাধি দিয়ে বলেন, ‘একজন মুমূর্ষু রোগীকে সঙ্গে করে রোগীর নিজ দেশে মায়ের কাছে পৌঁছে দিয়ে যে মানবিক কাজ করেছেন তা উদাহরণ হয়ে থাকবে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘ক্যানসার আক্রান্ত ইব্রাহীম একজন বাংলাদেশি ছিলেন। জীবনের অন্তিম সময়ে নিজ দেশে মায়ের কাছে যাওয়ার আবদার করেন তিনি। তবে তাঁকে দেশে পাঠানোটা খুব সহজ ছিল না। ডাক্তার জামিলুরের সহযোগীতায় এই কাজটি সহজ হয়।’

এসময় ডাক্তার জামিলুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতাবাসের পক্ষ থেকে ডাক্তার জামিলুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় রাষ্ট্রদূত মহৎ এ কাজটিতে ভূমিকা রাখায় সাংবাদিক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু ও বরিশাল বিভাগীয় কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটির কল্যাণে সকলকে ইতিবাচক দৃষ্টিতে এগিয়ে আসতে হবে।’

সংবর্ধনা পেয়ে ডাক্তার জামিলুর বলেন, ‘এ সংবর্ধনা মানবিক কাজে আমাকে আরও উৎসাহিত করবে।’ তিনি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারনিউজ, ২৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে