ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রবাসীদের অংশগ্রহণে নিউ ইয়র্কে জমকালো সেলিব্রেশন ডিনার নাইট

২০২৪ জানুয়ারি ২৫ ১৮:৫২:৫৫
প্রবাসীদের অংশগ্রহণে নিউ ইয়র্কে জমকালো সেলিব্রেশন ডিনার নাইট

পরবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়ে গেলো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। ২১ জানুয়ারি জ্যাকসন হাইটের উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন হয়।

নিউ ইয়র্ক মিউজিকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালি, কমিউনিটির নেতা, বিদেশি হাই আফিসিয়ালসহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মুখরোচক বাঙালি খাবারের আয়োজন।

পৃষ্ঠপোষকতায় ছিলেন নিউ ইয়র্কের ব্যবসায়ী শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইঞ্জিনিয়ার খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি।

আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীবসহ অনেকেই। বিদেশি হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিস্টের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ।

প্রধান অতিথি আবু বকর হানিফ বলেন, এনআরবিসি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের প্ল্যাটফর্ম। যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিচ্ছে।

ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এরকম অনুষ্ঠান দরকার আছে। যেন সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে।

মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। এছাড়া কবিতা আবৃত্তি করেন জামান বাবু।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে