ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

গোল্ডেন ভিসা বন্ধ করল অস্ট্রেলিয়া

২০২৪ জানুয়ারি ২২ ১৭:৪৩:৪৫
গোল্ডেন ভিসা বন্ধ করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া ধনী বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ ভিসা ব্যবস্থা চালু করেছে। যে ভিসার আওতায় এসব বিদেশিরা দেশটিতে বাস করতে পারতেন। সোমবার (২২ জানুয়ারি) গোল্ডের ভিসা নামের সেই ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ব্যবসা খাততে চাঙা করতেই গোল্ডেন ভিসা চালু করেছিল অস্ট্রেলিয়া। তবে অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে শুরু করে দেশটি। এ কারণে বাদ পড়েছে এই ভিসার সুবিধা। কর্তৃপক্ষ বলছে, এই ভিসার কারণে আর্থিকভাবে তেমন লাভ আসছে না।

গোল্ডেন ভিসা চালু হওয়ার পর থেকেই সমালোচনা করে আসছিলেন অনেকে। কেউ কেউ বলছিলেন, নিজেদের পকেট ভারী করার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা এই ব্যবস্থাকে ব্যবহার করছে।

গোল্ডেন ভিসা পেয়ে ২০১২ সালে অনেক বিদেশি বিনিয়োগকারী অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পান। সরকারি তথ্যমতে, এদের মধ্যে ৮৫ শতাংশ চীনা। এই ব্যবস্থা পর্যালোচনা করে দেশটি জানতে পারে, এর মাধ্যমে আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এ কারণে গত ডিসেম্বরেই ঘোষণা দেওয়া হয়, গোল্ডেন ভিসা বাতিল করা হবে। এবার এই সুবিধা বন্ধ করল কর্তৃপক্ষ। এর পরিবর্তে দক্ষ কর্মীদের ভিসা দেওয়া বাড়াবে তারা।

সোমবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশ ও অর্থনীতি এই ব্যবস্থার মাধ্যমে যা পেতে চেয়েছিল, এত বছরেও তা পায়নি’।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে