ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আমেরিকা ইউরোপে পোশাক রপ্তানি কমেছে

২০২৪ জানুয়ারি ২২ ১৭:২৬:৩৫
আমেরিকা ইউরোপে পোশাক রপ্তানি কমেছে

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে আগের অর্থবছর ২০২২-২৩ সালের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছর ইউরোপ, আমেরিকা ও কানাডার বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ইউরোপের বাজারে ১.২৪ শতাংশ, আমেরিকায় ৫.৬৯ এবং কানাডায় ৪.১৬ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইইউর বাজারে ১১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৫৬ শতাংশ, ২.১৫, ৯.১১ এবং ১৯.১৪ শতাংশ।

ওই সময়ে ইতালিতে পোশাক রপ্তানি কমেছে ৩.৮৯ শতাংশ। এ ছাড়া অঞ্চলটিতে আগের অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় ১.২৪ শতাংশ কম। এমনকি জার্মানিতে উল্লিখিত সময়ের তুলনায় ১৭.০৫ শতাংশ হ্রাস পেয়ে রপ্তানি হয়েছে ২.৮৬ বিলিয়ন ডলারের পোশাক।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, ২০২৩-২৪ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় আমাদের পোশাক রপ্তানি যথাক্রমে ৪.০৩ বিলিয়ন এবং ৭৪১.৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বছরওয়ারি প্রবৃদ্ধি ৫.৬৯ শতাংশ ও ৪.১৬ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে যুক্তরাজ্যে রপ্তানি ১৩.২৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ১২.২৮ শতাংশ বেড়ে ৪.৫৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৪.০৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ৯.৯৮ শতাংশ, ২৪.৬৭ শতাংশ এবং ১৯.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি ১৭.২৭ শতাংশ কমেছে।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে