ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৫তম শাখা উদ্বোধন

২০২৪ জানুয়ারি ২১ ২১:০৭:৩৩
সিডনিতে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৫তম শাখা উদ্বোধন

পরবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন এলাকায় স্থানীয় প্রবাসীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৫ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সময় রোববার লেপিংটনের স্টেট এমপি নাথান হাগার্টি এই উদ্বোধন করেন। এই সময় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কলামিস্ট অজয় দাস গুপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ-বি স্ট্রিট লাইব্রেরির প্রেসিডেন্ট কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আশিক রহমান অ্যাশ। লেপিংটনের স্টেট এমপি নাথান হাগার্টি তার সংক্ষিপ্ত বক্তব্যে উদ্যোগটির প্রশংসা জানিয়ে আগামী এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৬ তম শাখা তার অফিসের সামনে করার ঘোষণা দেন।

ক্যাম্বেলটাউন এলাকার ২২৬ ঈগল ভিউ রোড মিন্টুর বাসিন্দা জুই সেন পাল ও দেবব্রত পালের বাড়ির আঙিনায় বইয়ের বাক্স রাখার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শফিকুল আলম, ড. নিজামউদ্দিন, ড. রফিক ও মিলি ইসলাম, নির্মল রায়, মাজহারুল ইসলাম, পূরবী পারমিতা বোস, নজরুল ইসলাম, জুলফিকার হক, আবুল কালাম আজাদ, আবদুল কাদের স্থানীয় শিশু, তাদের অভিভাবক ও উৎসাহী স্থানীয় বাসিন্দারা।

এ-বি স্ট্রিট লাইব্রেরি একটি বই পড়ার কর্মসূচি যেখানে একটি বাড়ির সম্মুখ উঠোনে স্থাপিত একটি বক্সে বই রাখা হয় এবং বই নিয়ে পড়া শেষে ফেরত দেওয়ার পাশাপাশি পঠিত বইটি প্রতিবেশীর পড়ার জন্য রেখে দেওয়া যায়।

বই নিতে বা দিতে কারো অনুমতির প্রয়োজন হয় না। এই জ্ঞান ভাগ করে নেওয়ার চমৎকার ধারণা নিয়ে সংগঠনটি ১০০টি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আগ্রহী যে কেউ নিজ বাড়ির আঙেনায় এই জনপ্রিয় স্ট্রিট লাইব্রেরি করতে চাইলে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন।

এছাড়া বাংলা অথবা যে কোনো ভাষার নতুন কিংবা পুরোনো বই দান করে এই মহতী উদ্যোগকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে