ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনে ক্রেতাশুন্য ১২৯ কোম্পানি

২০২৪ জানুয়ারি ২১ ১৬:০৫:৩৫
ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনে ক্রেতাশুন্য ১২৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রথম কর্মদিবস আজ রোববার (২১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৯৬ পয়েন্ট। এদিন লেনদেনর শুরুতেই বাজারে বড় পতন হয়।

আজ লেনদেনের প্রথম ৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ২১৫ পয়েন্ট পড়ে যায়। এই সময়ে ফ্লোর প্রাইস থেকে ফেরা ২০১টি কোম্পানির মধ্যে ১৬০টিরও বেশি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য হয়ে পড়ে।

এরপর বেলা যতই গড়াচ্ছিল, সূচক পতনের পরিমাণও ততো কমছিল। বেলা ১২টায় ডিএসই সূচক ১৪৫ পয়েন্ট কমে লেনদেন হয়। এই সময়ে ক্রেতাশুন্য কোম্পানির ক্রেতা ফিরতে দেখা যায়।

এই সময়ে বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় হতে দেখা যায়। যার ফলে সূচক ও লেনদেনে ধারাবাহিক অগ্রগতি হয়।

তারপরও আজ দিনশেষে ফ্লোর প্রাইস থেকে ফেরা ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য থাকে। এরমধ্যে বস্ত্র খাতের ও প্রকৌশল খাতের কোম্পানির সংখ্যা বেশি দেখা যায়।

এদিন শেষ বেলায় ক্রেতাশুন্য কোম্পানির তালিকায় ব্যাংক এবং আর্থিক খাতের শেয়ারও দেখা যায়। এছাড়া, লাইফ ইন্সুরেন্সেরও কয়েকটি শেয়ার ক্রেতাশুন্য থাকে।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে