ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

২০২৪ জানুয়ারি ১৯ ২১:৫৯:৩৩
স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পরবাস ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টের হল রুমে অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এর আগে ২৭ ডিসেম্বর ২০২৪-২০২৫ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়।

এই উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ২০০০ সালে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের অগ্রযাত্রা শুরু হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর (শ্রম উইং) মোতাসিমুল ইসলাম। এছাড়া বৃহত্তর নোয়াখালী সমিতির সদ্য সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম বেপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন।

বক্তব্য দেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবুল আজাদ বেঙ্গল, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফা।

বক্তারা নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলেন, নোয়াখালী ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি এবং ভাষার দিক দিয়ে প্রাচীন একটি জেলা। নোয়াখালীর প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। নোয়াখালী নামের উৎপত্তি নিয়ে নানা জনের নানান মত রয়েছে। সবচেয়ে প্রচলিত মতটি হলো, ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবমতে ১৬৬০ সালে বিশাল একটি খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে।

এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ‘নোয়া (নতুন) খাল’ বলা হতো, এর ফলে ‘ভুলুয়া’ নামটি একসময়ে পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে হয়ে যায় নোয়াখালী।

এদিন নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা কমিটির দায়িত্বশীলদের ফুল দিয়ে অভিষিক্ত করেন বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে