ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

৩৯৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

২০২৪ জানুয়ারি ১৮ ১০:১৭:৩৭
৩৯৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক : ইউরোপের দেশ রোমানিয়া গত বছরে বাংলাদেশের ৩৯৭ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস এ তথ্য প্রকাশ করে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর ইনফোমাইগ্রেন্টস জানায়, ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে রোমানিয়া নিজস্ব পুলিশি পাহারায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়। যেখানে সর্বোচ্চ বাংলাদেশে ৩৯৭ জন, দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের মোট নাগরিক ১৫৪ জন।

এ ছাড়া নেপালের ১২৩ জন, শ্রীলঙ্কার ১০৪ জন, ভারতের ৮৮ জন, মলডোভার ৫৮ জন, মিসরের ৫২ জন, মরক্কোর ৩৯ জন, ভিয়েতনামের ৩২ জন ও সিরিয়ার ৩ জন নাগরিককে বছরের বিভিন্ন সময় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার।

ইনফোমাইগ্রেন্টস আরও জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের সবার আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইউরো জোন) ও সুইজারল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এর মধ্য দিয়ে ২০২৩ সালে অভিবাসীদের জোর করে ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছে নতুন সেনজেন জোটভুক্ত হওয়া এই দেশটি। ফেরত পাঠানোর এই ব্যক্তিরা আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো দেশে প্রবেশ করতে পারবে না।

শেয়ারনিউজ, ১৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে