ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

২০২৪ জানুয়ারি ১৭ ১২:৪০:০৮
এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

নিজস্ব প্রতিবেদক : আকামা ও বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত ১১ দিনে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত থেকে ১ হাজার ৪৭০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। গত ১ থেকে ১১ জানুয়ারি কুয়েতের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের আরবি ভাষার দৈনিক আরব টাইমস।

গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি। চলমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা প্রচারাভিযানের ওপর জোর দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি এবং এমপ্লয়মেন্ট আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে সমস্ত অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, দেশটির ফাহাহেল, মাঙ্গাফ, ফারওয়ানিয়া, শুওয়াইখ, হাওয়াল্লি, খাইতান, আল-হাসাউই এবং কাবদে এলাকায় পৃথক নিরাপত্তা অভিযান চালিয়েছে কুয়েতের আবাসন তদন্ত কর্মকর্তারা।

এ সময় আবাসন এবং শ্রমআইন লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের ২৮৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম আল-রাই।

সম্প্রতি কুয়েতকে অবৈধ শ্রমিক মুক্ত করার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ। তার এই নির্দেশের পর দেশটিতে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে