ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড অপরিবর্তিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫ কোম্পানির

২০২৪ জানুয়ারি ১৬ ১৯:২৭:১৩
ডিভিডেন্ড অপরিবর্তিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ২২টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৫টি কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের যে পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল, এবছর ২০২৩ সালেও সমপরিমাণ ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিগুলোর ডিভিডেন্ডে কোনো পরিবর্তন আসেনি। একই সাথে ৫টির বেড়েছে এবং ১০টির কমেছে। আর নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩টি এবং ১টি কোম্পানি এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানিগুলো হলো- ডেসকো, ইন্ট্রাকো রিফুয়েলিং, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ এবং পাওয়ার গ্রীড কোম্পানি লিমিটেড।

ডেসকো

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা।

সমাপ্ত অর্থবছর কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৬২ পয়সায়। যা আগের বছর একই সময়ে যা ছিল ৬৫ টাকা ৯৬ পয়সা।

ইন্ট্রাকো রিফুয়েলিং

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ০৩ পয়সা।

সমাপ্ত অর্থবছর কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সায়। যা আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ২১ পয়সা।

খুলনা পাওয়ার

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৩ পয়সা।

সমাপ্ত অর্থবছর কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ১৯ পয়সায়। যা আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা ৭৩ পয়সা।

এমজেএল বাংলাদেশ

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে যা ছিল ৪০ টাকা ৫৫ পয়সা।

পাওয়ার গ্রীড কোম্পানি

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৪৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে যা ছিল ১৩৩ টাকা ৬৬ পয়সা।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে