ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ইন্ট্রাকোর রূপান্তরিত শেয়ারের লক-ইন পিরিয়ড শিথিল

২০২৪ জানুয়ারি ১৫ ০৮:৩১:১৯
ইন্ট্রাকোর রূপান্তরিত শেয়ারের লক-ইন পিরিয়ড শিথিল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের কনভার্টেবল শেয়ারের জন্য লক-ইন পিরিয়ড শিথিল করেছে।

কোম্পানিটির কনভার্টেবল বন্ড থেকে রূপান্তরিত শেয়ারের তিন বছরের পরিবর্তে দুই বছরের লক-ইন পিরিয়ড নির্ধারণ করেছে।

এর আগে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনকে ৫০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছিল বিএসইসি। কনভার্টেবল বন্ডের অর্থ স্পনসর ও পরিচালক এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে।

সংগৃহিত অর্থ দিয়ে কোম্পানিটি পাঁচটি এলপিজি অটো গ্যাস স্টেশন, পাঁচটি মা-মেয়ের সিএনজি স্টেশন, তিনটি সিএনজি ফিলিং স্টেশন স্থাপন এবং ৪০ শতাংশ কার্যকরী মূলধন হিসাবে ব্যবহার করবে।

গত বছরের ২১ ডিসেম্বর ইন্ট্রাকো ভোলা থেকে সিএনজি (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) আকারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করেছে।

প্রাথমিকভাবে বিভিন্ন্ কারখানায়, বিশেষ করে গাজীপুর এবং এর আশেপাশের এলাকায়, যেখানে পাইপ-গ্যাসের চাপ কম থাকে সেখানে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে।

পদত্যাগ করবেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক

শেয়ারনিউজ, ১৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে