ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা

২০২৪ জানুয়ারি ১৫ ০৭:১৭:১৬
নিউইয়র্কে শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা

পরবাস ডেস্ক : নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আগামী সোমবার স্টেটের বেশ কয়েকটি কাউন্টিতে সম্ভাব্য শীতকালীন ঝড়ের পূর্বাভাসের ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

লেক এরি ও লেক ওন্টারিওর আশেপাশের কমিউনিটিগুলোতে শনিবার রাত থেকেই শীতকালীন ঝড় আঘাত হানতে শুরু করবে।

তীব্র বাতাসের মারাত্মক অবস্থা তৈরি হবে আপস্টেটের বিভিন্ন অংশ। যা সোমবার পর্যন্ত চলবে। শীতের তীব্রতাও বাড়বে।

ক্যাথি হোকুলের অফিস থেকে বলা হয়েছে, যে কাউন্টিগুলো জরুরি অবস্থাপর আওতায় পড়ছে সেগুলো হচ্ছে অ্যালগ্যানি, চাত্তারাউগান, কেউগা, চাউতাউকুয়া, এরি, গেনেসি, জেফারসন, লুইস, লিভিংস্টোন, মনরো, নায়াগ্রা, ওনটারিও, অরলিনস, অসওয়েগো ও অয়োমিং।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সময় তীব্র শীতের বাতাসের গতিবেগ ৭০ মাইল পর্যন্ত হতে পারে। ঝড়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে আর হবে হিম হয়ে যায় শিত। এসব এলাকায় তুষারপাত এক ফুট উচ্চতায় পড়তে পারে।

গভর্নর ক্যাথি হোকুল বলেন, আমি ও আমার প্রশাসন আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছি। এই সময় আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বন্ধু বা পরিবারের সদস্যরা যাতে উষ্ণতায় অবস্থান করতে পারে।

হোকুলের কার্যালয় জানিয়েছে এই স্থানগুলোতে বাইরে চলাচল ও ভ্রমণ অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়বে, এমনকি অসম্ভব হয়ে পড়তে পারে।

নিউইয়র্কাররা যারা বাইরে কাজে যেতে কিংবা অন্য কারণে ভ্রমণে বাধ্য হচ্ছেন তারা যাতে নিরাপদ থাকতে পারেন সে ব্যাপারে নিজেদেরই সতর্ক থাকতে হবে।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে