ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পর্তুগালে শীতের প্রকোপে হাসপাতালে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত

২০২৪ জানুয়ারি ১১ ১৫:২৩:৫৬
পর্তুগালে শীতের প্রকোপে হাসপাতালে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত

পরবাস ডেস্ক : ইউরোপের নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশপর্তুগালে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডা জনিত বিভিন্ন রোগে রোগীর সংখ্যা অত্যধিক হারে বেড়ে চলেছে এবং এর চাপ পড়েছে হাসপাতালের জরুরি সেবা কেন্দ্রগুলোতে।

হাসপাতালগুলোতে রোগীর চাপে বলা যায় জরুরি স্বাস্থ্য সেবা অনেকটাই বিপর্যস্ত। হাসপাতাল ভেদে সেবা পেতে মানুষককে অপেক্ষা করতে হচ্ছে ১০ ঘণ্টারও বেশি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ঠান্ডা জনিত সংক্রমনের শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং একই সাথে সাথে পাল্লা দিয়ে একই দিনে ৫০০ এর বেশি মৃত্যুর সংখ্যা ১০ বছরের রেকর্ড অতিক্রম করে।

দেশটি এমনিতেই করোনা মহামারীর পর থেকে ডাক্তার স্বল্পতা এবং স্বাস্থ্য কর্মীদের ধর্মঘটের কারণে পর্তুগিজ স্বাস্থ্য সেবা সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছিল। এরপর শীতকালীন রোগে কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।

পর্তুগিজ স্বাস্থ্যমন্ত্রী ম্যানুয়েল পিজারো জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যাদের সাধারণ সমস্যা রয়েছে তাদের জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপ্তাহিক ছুটির দিনও স্বাস্থ্যসেবা প্রদান করবে এবং তিনি অসুস্থতায় প্রথম পরামর্শ হিসেবে স্বাস্থ্য সেবা কল সেন্টার (এস এন এস ২৪) ৮০৮২৪২৪২৪ যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিনে প্রায় ২০০ এরও বেশি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র খোলা ছিল এতে হাসপাতালে কিছুটা চাপ কমলেও রোগীর সংখ্যা অনেকটা অপরিবর্তিত রয়েছে একই সঙ্গে সঙ্গে ছোট হাসপাতালগুলোর শয্যা সংখ্যা প্রায় সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

পর্তুগালে শীত মৌসুমে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাধারণত অনেক কম শীত অনুভূত হয়। তবে গত দুই সপ্তাহে স্থান বেধে তাপমাত্রা হিমাঙ্কের নিচে সাত ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। আগামীকাল ১১ জানুয়ারি দেশব্যাপী আরো কমতে পারে বদলে জানা গেছে পর্তুগিজ আবহাওয়া অধিদপ্তর থেকে।

শেয়ারনিউজ, ১১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে