ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডার হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভীত-সন্ত্রস্ত্র

২০২৪ জানুয়ারি ০৯ ০৭:১৪:১৫
কানাডার হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভীত-সন্ত্রস্ত্র

পরবাস ডেস্ক : আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কানাডার হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বেশ ভীত-সন্ত্রস্ত্র অবস্থায় পড়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কানাডার সারে অঞ্চলের হিন্দুরা পরিস্থিতি সামাল দিতে 'ভেদিক হিন্দু কালচারাল সোসাইটি অব ব্রিটিশ কলম্বিয়া'র আয়োজনে জনসভার আয়োজন করতে যাচ্ছে।

স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে চাঁদা দাবি করছে বলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হুঁশিয়ারি উচ্চারণ করার প্রেক্ষাপটে এই সমবেশের উদ্যোগ নেয় সম্প্রদায়টি।

খবরে বলা হয়, গত ২৭ ডিসেম্বর গোলাগুলির একটি ঘটনাও ঘটে। এই হামলার লক্ষ্য দৃশ্যত ছিল সোসাইটির সভাপতির ছেলের বাড়ি। ওই ঘটনায় সতিশ কুমারের ছেলে আহত না হলেও নিউটন এলাকায় তার বাড়িতে বুলেটের গর্ত তৈরী হয়েছে।

লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সতিশ কুমার বলেন, হিন্দু সম্প্রদায় এখন খুবই সন্ত্রস্ত্র।

তিনি গ্লোবাল নিউজকে বলেন, অনেক লোক আমাকে ফোনে ও চিঠিতে ভয়ের কথা জানিয়েছে। শুনেছি, অনেক লোক তাদেরকে অর্থও দিয়েছে।

মেট্রো ভ্যানকুভারের মালিক বলেন, ওই ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। এর জের ধরে তিনি সারেতে ফোরামের সভা আহ্বান করেছেন।

তিনি বলেন, 'আমার সন্তানেরা ভীত, আমার মা ও বাবাও খুবই সন্ত্রস্ত্র। তারা চান, আমি বাড়ি ত্যাগকরি। সারে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও তারা স্বস্তি পাচ্ছেন না তিনি।

সতিশ কুমার বলেন, তার ছেলের পারিবারিক বাড়িটি বন্দুকের গুলির টার্গেট হয়েছে। অবশ্য তিনি নিজে কোনো ধরনের চাঁদাবাজির হুমকি পাননি বলে জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সাল নয়া দিল্লিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, কানাডায় ভারতীয় সম্প্রদায়ের বিষয়টি খুবই 'উদ্বেগের বিষয়।' সূত্র : এএনআই

য়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে