ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শক্তিশালি ঝড় আসছে নিউইয়র্কে, উপকুলে বন্যার আশঙ্কা

২০২৪ জানুয়ারি ০৮ ২১:০৮:১৩
শক্তিশালি ঝড় আসছে নিউইয়র্কে, উপকুলে বন্যার আশঙ্কা

পরবাস ডেস্ক : মঙ্গলবার (০৯ জানুয়ারি) নিউইয়র্কে এক শক্তিশালি ঝড় বয়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঝড়ের সাথে ভারি তুষারপাত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। আর তা নিউইয়র্কে পৌঁছাবে মঙ্গলবার।

আবহাওয়ার পূর্ব বিশ্লেষণে বলা হয়, ঝড়ের মূল উদ্বেগের বিষয়গুলো হচ্ছে ভারি বৃষ্টিপাত, উপকূলীয় জলোচ্ছ্বাস ও তীব্র বাতাস। মঙ্গলবার রাত ও বুধবার সকালে পরিস্থিতি সবচেয়ে প্রতিকূল থাকবে।

নিউইয়র্কে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হবে এবং ভারি বৃষ্টিপাত হবে রাতে। বুধবার সকালে ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। সড়কগুলো পানির নিচে তলিয়ে যেতে পারে। বন্যা দেখা দিতে পারে কোনো কোনো নেইবারহুডে।

হাইওয়েতে যেসব ফ্লাডিং স্পট রয়েছে সেখানে সঙ্কট দেখা দেবে। লরেন পার্কওয়ে, ওয়েস্ট সাইড হাইওয়ে, এফডিআর, দ্য বেল্ট, ব্রঙ্কস রিভার পার্কওয়ের কথা বিশেষ করে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

বাতাসের তীব্রতা ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এতে গাছ পালা ভেঙ্গে বা উপড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথায় বিদ্যুৎ সংযোগ কাটা পড়ার আশঙ্কাও রয়েছে।

উপকুলে বুধবার সকালে সবচেয়ে উঁচু জোয়ারের সৃষ্টি হবে, ও বড় বড় ঢেউ আসবে। ঝড়ের তীব্র বাতাসের সঙ্গে নতুন চাঁদের সংযোগে মাঝারি থেকে বড় বন্যার সৃষ্টি হতে পারে।

আশঙ্কা করা হচ্ছে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউয়ের। এতে সমুদ্র তীরে ভাঙনেরও আশঙ্কা রয়েছে।

শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে