ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বছরের প্রথম দিনে মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার

২০২৪ জানুয়ারি ০১ ২৩:২৭:৩১
বছরের প্রথম দিনে মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের প্রথম দিনে মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলেন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অব্যাহত সাঁড়াশি অভিযানে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লেন তারা।

বছরের প্রথম দিন সোমবার (০১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, এদিন দিনগত রাত দুইটার দিকে জোহর উলু চোহর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে ভিসাবিহীন ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে নির্মাণশ্রমিকদের একটি ডরমেটরিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হন ১২০ জন।

ওই পরিচালক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫০ এর মধ্যে।

বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরে আদালতে হাজির করা হবে।

শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে