ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বর্ণিল আয়োজনে নতুন বছর বরণ করল ইতালিতে প্রবাসীরা

২০২৪ জানুয়ারি ০১ ১৯:২৭:১৭
বর্ণিল আয়োজনে নতুন বছর বরণ করল ইতালিতে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশের মতো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে ইতালিয়ানরাও বর্ণিল আয়োজনে উদযাপন করেছে ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৪’

নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে ২০২৪ সালকে বরণ করে নেন ইতালির জনসাধারণ।

আতশবাজির জমকালো এই প্রদর্শনী উপভোগ করার এই আয়োজনে যোগ দেয় দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এই উদযাপন করে ইতালিয়ানরা। মেতে উঠেন বর্ষবরণের উৎসবে। দেশটির রাজধানী রোম, মিলান, ভেনিস, ভিচেন্সা, নাপোলি, বলোনিয়ায়সহ দেশটির বিভিন্ন শহরের পয়েন্টগুলোতে মনোমুগ্ধকর আতশবাজি উপভোগ করতে আগে থেকেই জড়ো হন হাজারো মানুষ।

ইউরোপসহ এশিয়ার শুধু নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়ে থাকে।

২০২৩ সালকে বিদায় জানিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় একে একে ২০২৪ সাল বরণ করে নেয় ইতালিসহ ইউরোপ এবং আমেরিকার দেশগুলো।

বর্ষবরণকে কেন্দ্র করে ইতালিতে নিরাপত্তাব্যবস্থা ছিল বেশ জোরদার। প্রবাসীরা তাদের স্বাচ্ছন্দ্যমতো আনন্দঘন পরিবেশে ঘুরে বেড়ান।

শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে