ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নানা আয়োজনে নতুন বছর বরণ করল মালয়েশিয়ায় প্রবাসীরা

২০২৪ জানুয়ারি ০১ ১৯:১৯:২৭
নানা আয়োজনে নতুন বছর বরণ করল মালয়েশিয়ায় প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের বিদায়লগ্নে বিকাল থেকেই নতুন বছর ২০২৪-কে বরণ করতে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে শত শত মানুষ। রাত ১২টা ১ মিনিটে কুয়ালালামপুরের নতুন সুউচ্চ ভবন দি এক্সচেঞ্জ টাওয়ারের ঠিক মাথায় আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় মালয়েশিয়ানরা।

আতশবাজির জমকালো এই প্রদর্শনী উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দি এক্সচেঞ্জ সংলগ্ন মাঠে বিকাল থেকেই হাজারও মানুষের ঢল নামে।

স্থানীয় মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও এতে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির ঝলকানিতে পুরো কুয়ালালামপুরের আকাশ হয়ে ওঠে রঙ্গিন।

হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে সকলে বরণ করে নেন নতুন বছরকে। প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে সকলের পছন্দের স্থান আধুনিক মালয়েশিয়ার প্রতীক টুইন টাওয়ার হলেও এই বছর ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বর্ষবরণের সকল আয়োজন স্থগিত রাখে টাওয়ার কর্তৃপক্ষ। ফলে টুইন টাওয়ার এরিয়ার আকাশে এবার দেখা যায়নি আতাশবাজির ঝলকানি।

তাই সদ্য চালু হওয়া আধুনিক মানের শপিং মল দি এক্সচেঞ্জ এবার বর্ষ বরণে ব্যাপক আয়োজন করে। এছাড়াও বুকিট বিন্তাং প্যাভেলিয়ন, লটটেন, কেএল প্লাজাসহ পুরো কুয়ালালামপুর নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাষাভাষী লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়।

হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, সালামাত তাহুন বারু (মালয়), কূল আ’ম আনতুম খায়ের (আরবি), ‘ঝিন নিয়ান কুয়েই লি (ম্যান্ডারিন), মানিগং বাগং তাওন (ফিলিপিনো), বন অ্যানি (ফ্র্যাঞ্চ), আকিমাশিত ওমেদাত গজাইমাসু (জাপানী), সালে নও (পার্সী)-সহ বিভিন্ন ভাষায় উপস্থিত দর্শণার্থীরা প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।

এছাড়া মালয়েশিয়ার সেলাংগর, পেনাং, জোহরবারু, কেলান্তান, কোয়ান্তান, পেরাক, ইপু, মালাক্কা জুড়ে আতশবাজির উৎসব, ক্লাউন, পাপেট শোসহ বিভিন্ন আনন্দ আয়োজন সবার মন কাড়ে।

প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। আর বিশেষ করে সাধারণ প্রবাসীরা নববর্ষের ছুটির দিনটিতে বিকালে কুয়ালালামপুর জুড়ে বাংলাদেশীদের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানগুলোতে উপস্থিত হয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন।

শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে