ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভেনিসে সংবর্ধনা

২০২৩ ডিসেম্বর ৩০ ২০:৫৯:২০
ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভেনিসে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ইতালির ভেনিসে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) ইতালির ভেনিসে মেস্ত্রের অভিজাত লিওনার্দো রয়েল হোটেলের হলরুমে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ভেনিস ও পাদোভার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিন দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিলান কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির উপদেষ্টা ও ইটালি আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহ আলম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয়ের মাসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করাহয়।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথিকে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে