ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ দূতাবাস আঙ্কারায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন

২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৫৯:২০
বাংলাদেশ দূতাবাস আঙ্কারায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে যথাযথ মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। তুরস্কের আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা মোহাম্মদ ইফতেকুর রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তাঁরাও সমান অংশীদার’-এর উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অনন্য অবদানের কথা উপস্থিত সকলকে অবহিত করেন।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকলের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে এবং বাঙালি জাতির মূল্যবোধ ও অধিকার প্রতিষ্ঠায় তিনি যে আজীবন সংগ্রাম করেছেন তাঁর প্রতি আলোকপাত করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছি’। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রধানমন্ত্রীর রুপকল্প-২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য ভূমিকার প্রশংসা করেন।

সবশেষে, দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামানায় বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে