ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

২০২৩ ডিসেম্বর ২৮ ১৮:১২:৫৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

পরবাস ডেস্ক : সৌদি আরবে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি কর্মীর পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ফরিদপুরের মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং অন্যজন যশোরের মোফাজ্জল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এই তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য জানা গেছে।

ওই দুজন ব্যক্তি হলেন- ফরিদপুর সদরের নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ জালাল বেপারির ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যশোর সদরের বনিয়াবহু গ্রামের মজুন আলীর ছেলে মোফাজ্জল।

সেহেলী সাবরীন জানান, অর্থ নিয়ে বিরোধের জেরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে লাশ দাফনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় মর্মে জানা যায়। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে